খাতুনগঞ্জে তাহের-আজাদ পরিষদের গণসংযোগ

11

৩০ অক্টোবর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে প্রফেসর এম এ তাহের খাঁন, সৈয়দ মোরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ পরিষদের নেতৃবৃন্দর গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার নগরীর খাতুনগঞ্জ, আছাদগঞ্জ চাক্তাই এলাকার আজীবন সদস্যদের কাছে ব্যাপক গণ সংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী ডা. এম. এ. তাহের খাঁন, ডোনার ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি প্রার্থী মো. রেজাউল করিম আজাদ, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি. লায়ন জাবেদ আবছার চৌধুরী, ডা. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, ডোনার ক্যাটাগরি হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জয়েন্ট জেনারেল সেক্রেটারি সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার প্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার প্রার্থী লায়ন এস. এম. কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি প্রার্থী আহছান উল্লাহ, মেম্বারপ্রার্থী ডা. আবু তৈয়ব, মো. আলমগীর পারভেজ, ডা. কামরুন নেসা রুনা, খায়েজ আহমেদ ভূঁইয়া, জাকির হোসেন তালুকদার, এ. এস. এম. জাফর, ডা. জাহিদ হোসেন শরীফ, ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (ডোনার), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার)। গণসংযোগকালে জেনারেল সেক্রেটারি প্রার্থী রেজাউল করিম আজাদ বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে অনেক বড় বড় প্রজেক্টের কাজ চলমান রয়েছে। গত ১৮ মাসে স্বাস্থ্যসেবায় হাসপাতালের প্রায় ৩০ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছেন আরো শত কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি পূণ্য প্যানেল বিজয় হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি