বিচার বিভাগীয় কমিশন গঠন করে অপরাধীদের শাস্তি দিন

10

মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৬ অক্টোবর দোস্ত বিল্ডিং চত্বরে সম্প্রতি সারাদেশ জুড়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সংগঠনের সভাপতি ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক শিব প্রসাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, এডভোকেট আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, কমরেড অমৃত বড়ুয়া, এম.এ. ছালাম, মাষ্টার এ.কে.এম মোফাজ্জল হায়দার, মোহাম্মদ হারুন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জমির, ঐক্য ন্যাপের বাবু অজিত, মির্জা আবুল বশর, নুর মোহাম্মদ প্রমুখ। বক্তারা ভোটার বিহীন সরকার গঠন করার নির্বাচনী সংস্কৃতি, কতৃত্ববাদী ও স্বৈরচারী মনোভাবাপন্ন প্রশাসন, বিচারহীনতার সাংস্কৃতি চর্চায় সাম্প্রদায়িক সহিংসতার মূল কারণ হিসাবে অভিমত প্রকাশ করেন। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সংগঠিত ঘটনাবলী উদঘাটনের জন্য সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানান। হিন্দু সম্প্রদায়ের জানমালের ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্থ পারিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।