আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা : ম্যাক্রোঁ

14

ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, অন্তত আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত করোনাভাইরাস থাকবে। শুক্রবার প্যারিসে একটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ফ্রান্সে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। শুক্রবার দেশটিতে ৪০ হাজারের বেশি নতুন আক্রান্ত ও ২৯৮ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়া, ইতলাতি, পোল্যান্ড ও সুইজারল্যান্ডেও সংক্রমণ বাড়ছে। ম্যাক্রোঁ বলেন, বিজ্ঞানীরা তাকে বলেছেন যে, তারা বিশ্বাস করেন অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত ভাইরাস থাকবে। তবে নতুন করে ফ্রান্সে পূর্ণাঙ্গ বা আংশিক লকডাউন জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। শুক্রবার রাত থেকে আগামী ছয় সপ্তাহের জন্য ফ্রান্সে মধ্যরাতের কারফিউ জারি করা হয়েছে। গত দশদিনে ইউরোপে দৈনিক সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মহাদেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ এবং মৃত্যু ২ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।