মাইকেল মধুসূদন দত্ত স্মরণে অনলাইনে সাহিত্যসন্ধ্যা

54

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গত ৬ জুলাই অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, পশ্চিমবঙ্গের সব্যসাচী লেখক সঞ্জীব কুমার রাহা, কবি রাজীব ঘাঁটি, সংগঠনের। সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রুপম মুৎসুদ্দী টিটু, মোজাহেরুল ইসলাম, লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে, কাকলী দাশ গুপ্তা, মানিক নন্দী, আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন চৌধুরী, ছাত্রনেতা মঞ্জুর আলম প্রমুখ। তবলায় ছিলেন প্রীতম আচার্য্য, সুচয়ন দে জয়, কাব্য দাশ । সভায় বক্তারা বলেন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলার নবজাগরণ সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি বাংলা সাহিত্যে এনেছিলেন ভিন্ন চিন্তা, কল্পনা ও সৃষ্টির এক সুবিশাল ঢেউ। বাংলায় নাটক ও প্রহসন লেখার সূচনা করে তিনি বাংলা সাহিত্যকে সবসময়ের জন্য তার কাছে ঋণী করে গেছেন।