বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে স্বাধীনতা পরিপূর্ণ স্বাদ লাভ হয়েছে

120

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশের স্বাধীনতা দূরস্বপ্ন হয়ে থাকত। মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন হলো এটা দেশবাসীর জন্য বড়ই গৌরবের দিন কিন্তু দেশের স্বাধীনতা পরিপূর্ণ স্বাদ লাভ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। গত ১০ জানুয়ারি শুক্রবার নগরীর স্টেশন রোডে হোটেল সৈকতে জাগরণ মীরসরাই-চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জাগরণ মীরসরাই-চট্টগ্রামের আহব্বায়ক প্রফেসর বেনু কুমার দের সভাপতিত্বে ও প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জাগরণের সদস্য সচিব বিপুল কান্তি দত্ত ও উত্তম কুমার শর্মা। সভাপতির সমাপনি ভাষণে বলেন, জাগরণ মীরসরাই-চট্টগ্রাম শহরে বসবাসরত মীরসরাইবাসীদের শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও অন্যান্য সামাজিক কার্যক্রমে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি এ কাজে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের জন্য সকলকে সংগঠনে সদস্য হতে আহব্বান জানান। আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে চট্টগ্রাম তথা মীরসরাই থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়কে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাগরণ মীরসরাই-চট্টগ্রামের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে এমপি মহোদয়কে সম্মানিত করা হয়। এছাড়া চট্টগ্রাম শহরে বসবারত সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন সেক্টরে কর্মরত মীরসরাইবাসী বরেণ্য ও গুণিজন ব্যক্তিবর্গকে জাগরণের পক্ষ থেকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- অধ্যক্ষ স্বপন চৌধুরী, উপ-সচিব পিযুষ দত্ত, প্রকৌশলী স্বপন কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার পলাশ চন্দ্র নাথ, উপ-পুলিশ কমিশনার উত্তম চক্রবর্তী, সাবেক ব্যাংকার জহরলাল রায়, সহকারী অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, সহকারী অধ্যাপক তাপস ভৌমিক, প্রদীপ দেওয়ানজী, এডভোকেট কেশব চন্দ্র নাথ, মীরসরাই সমিতির সভাপতি কালু কুমার দে, মেঘনা গ্রূফের জিএম প্রবীর সিংহ, বিষ্ণু কুমার দে, দীপক কুমার দে, বিষ্ণু পদ পালিত, সৌমেন নাথ বিপ্লব, দেবদুলাল ভৌমিক, মানিক রতন শর্মা, এড. দীর্ঘতম বড়ুয়া, গোপাল দেবনাথ, নিশান সেন, সুমন চন্দ্র নাথ, সুভাষ চন্দ্র নাথ প্রমুখ নেতৃবৃন্দ। বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ও নৈশ্যভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি