বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন

38

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধের দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধাদের নিরাপদে আশ্রয় এবং ভরণ পোষণসহ সার্বিক সহযোগিতা করেছে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে কোন অংশের কম নয়। তিনি গত রবিবার সন্ধ্যায় বিপ্লব উদ্যানের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন উদ্বোধন কালে এসব কথা বলেন। স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, স্টাইল লিভিং আর্কিটেক্টস লি. এর স্থপতি মো. মিজানুর রহমান ও চসিক আর্কিটেক্টস আবদুল্লাহ ওমর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাদেরকে সাধারণ মানুষ আশ্রয়সহ বিভিন্ন সহযোগিতা দিয়েছিলেন বলে তারা নিরাপদ ছিলেন। এ ক্ষেত্রে সাধারণ মানুষের অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। এ নগরে যারা বসবাস করে সেসব হ্নত দারিদ্রদের জীবনমান উন্নয়নে আমাদের করণাদি আছে। যাদের কোন ধরনের টিকেট ক্রয় করে রাইডস দেখার সামার্থ নেই। সেসব হ্নত দরিদ্র ও দরিদ্র শিশুদের সপ্তাহে একদিন বিনামূল্যে রাইডস দেখার সুযোগ দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, এ অঞ্চলের আশে পাশে অভুক্ত মানুষের অন্ন দেয়ার উদ্যোগও নেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ ব্যাপারে তিনি কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান। চট্টগ্রাম নগরীকে স্বয়ংসম্পূর্ণ আধুনিক ও নিরাপদ নগরী গড়ে তোলার কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, পরিকল্পিতভাবে এ নগরে সব কিছুই করা হবে। নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে নগরীতে বিশাল এলাকা জুড়ে একটি স্মৃতিশোধও নির্মাণ করা হবে। সিটি মেয়র বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন সকল বাঙালির জন্য সকল মানুষের জন্য। মুক্তিযুদ্ধে এদেশে সাধারণ মানুষের ভূমিকা ছিল অন্যতম। বিজ্ঞপ্তি