বহু গুণবতী অনন্যা পান্ডে

311

করণ জোহার প্রযোজিত ও পুনীত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবি দিয়ে এ বছরই বলিউডে অভিষেক হয়েছে অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের। প্রথম ছবিতেই ভক্তদের মন জয় করেছেন। নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতেও অনন্যা সিদ্ধহস্ত। তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা বোঝা যায়। তবে অভিনয় ও ফ্যাশন ছাড়াও নায়িকার আরও একটি গুণ রয়েছে। যেটা প্রকাশ্যে এনেছেন নৃত্য ও চলচ্চিত্র পরিচালক ফারহা খান।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানান, অনন্যা মেক আপ আর্টিস্ট হিসেবেও সফল। একেবারে পেশাদার মেক আপ আর্টিস্টের মতোই নাকি তিনি সাজাতে পারেন। ফারহা স¤প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তার মেয়ে ডিভার মুখে মেক আপ করছেন অনন্যা। ছবির ক্যাপশনে ফারহা লিখেন, ‘অনন্যা মাল্টি ট্যালেন্টেড অভিনেত্রী ও মডেল। আর এখন ডিভার সঙ্গে সে একজন পাকা মেক আপ আর্টিস্ট হয়ে গেছে।’