তৈয়্যব শাহ’র সংস্কার কর্মসূচি বিশ্ব মুসলমানদের মুক্তির দিশা

67

আওলাদে রসূল, গাউসে জামান হযরতুল আল্লামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:)’র ২৭তম সালানা ওরশ মোবারক মাহফিলে বক্তারা বলেন, হুজুর কিবলা তৈয়্যব শাহ (রহ:) ছিলেন চলতি শতাব্দির মুজাদ্দিদ তথা শ্রেষ্ঠ সমাজসংস্কারক। গাউসে জামান হিসেবে যে সকল কর্মসূচি আনজাম দিয়ে গেছেন তা বিশ্ব মুসলমানদের মুক্তির দিশা দেবে চিরদিন। সম্প্রতি নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় আল­ামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর ২৭তম সালানা ওরশ মোবারক উপলক্ষে ১৬দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিবসের মাহফিলে বক্তারা উপরোক্ত আহবান জানান। খানকাহ শরীফের উপদেষ্টা ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ডা. শাহাদাৎ হোসেন, আনজুমান সদস্য আলহাজ নুর মোহাম্মদ কনট্রাক্টর, আলহাজ শেখ নাছির উদ্দিন আহমদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ শাহাজাদ ইবনে দিদার। মহানগর গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন সোবহানিয়া আলিয়া মাদরাসার মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক-মাওলানা সাইফুদ্দিন আল আযহারি, মাওলানা জসিমুদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরি, মাওলানা মোহাম্মদ সোহেল আনছারি, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু তাহের, হাফেজ আবুল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি