মুমিন বান্দাদের আত্মাকে শক্তিতে বলিয়ান করে মাহে রমজান

71

নগর জাতীয় পার্টি : নগর জাপার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন বাবলু বলেন, দেশে আজ উন্নয়নের পাশাপাশি চলছে খুন, ধর্ষণ অসহায় মানুষের চোখে ঘুম নেই চিন্তায়। কৃষক উৎপাদিত ফসলের ন্যায়মূল্য পাচ্ছে না। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ভিত্তবানদের উচিত কৃষক সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যাকাত গরীবের প্রতি করুণা নয়। ধনীর কাছে গরীবের পাওনা হচ্ছে জাকাত। সভাপতির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, পবিত্র মাসে সকলে পল্লীবন্ধুর জন্য দোয়ার করবেন। তিনি যেন সুস্থ হয়ে দেশ ও জাতির অধীকার আদায়ে মহান সংসদে ও রাজপথে অগ্রণী ভ‚মিকা পালন করতে পারে। শুক্রবার বিকাল ৫ঘটিকায় জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের সম্মেন ইফতার ও দোয়া মাহফিল চকবাজারস্থ শেঠ প্রোপাটিজ অডিটরিয়ামে সংগঠনের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এই সময় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমদ বাবলু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাপা’র কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শামসুল আলম মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলার জাপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শায়েস্তা খান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, সহ-সভাপতি মেজবা উদ্দিন আকবর চেয়ারম্যান, লায়ন মহিউদ্দিন, দক্ষিণ জেলা সহ-সভাপতি আবদুর সাত্তার রণি, আমান উল্লাহ আমান, কাজী ইসমাইল আজাদ, আজিজ উদ্দিন চৌধুরী, রফিক চেয়ারম্যান, মোহাম্মদ মিয়া চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাপা’র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক ও নগর যুব সংহতির আহবায়ক কে.এম. আবছার উদ্দিন রনি, শওকত আকবর, ছবির আহমদ, মেম্বার দুলা মিয়া চৌধুরী, জামশেদ আলম, হারুন রশিদ হারুন, কায়সার হামিদ মুন্না, জহুর উদ্দিন জহির প্রমুখ।

চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি : চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির টেক বাজার শাখা কর্তৃক ২৩/০৫/২০১৯ ইং বিকাল ৫ ঘটিকার সময় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, ইফতারের পূর্বে এক আলোচনা সভায় জব্বার কোম্পানীর সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা এম জসীম উদ্দীন রানা, লায়ন এ কে এন সাফিজুল ইসলাম, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, জামাল উদ্দীন কান্টু, টেক বাজার শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দীনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম শহীদ, সমিতির নেতা মো. জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, আবদুল্লা আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ পবিত্র মাহে রমজান মাসে ভেজাল খাদ্য ও দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে মানুষ এখন দিশে হারা, এটি একটি সিয়াম সাধনার মাস আল্লাহ যেনো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। হালাল ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। চট্টগ্রামস্থ ভোলা জেলা সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এর মতো একটি ভালো কাজ সকলের করা সম্ভব হই না। বর্তমানে আমাদের সমাজে মাদক দ্রব্য, সন্ত্রাস, চান্দাবাজ এর মতো জঘন্য কাজ গুলো অহর অহর হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মদের একটি সুন্দর দেশ উপহার দিতে হলে এসকল জঘন্য কাজ বিরত থাকতে হবে।

দক্ষিণ জেলা জাতীয় পার্টি : জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্প্রতি জামালখানস্থ প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. নুুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি প্রেসিডিয়ামের মেম্বার চট্টগ্রামের সাবেক সফল মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, সমগ্র বাংলাদেশের জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মী আজকে জি.এম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি সকলের প্রতি রমজানের পবিত্রতা রক্ষা করে দেশ ও দশের কাজে এগিয়ে আসার জন্য সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. বোরহান উদ্দীন ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার আবুল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা, আবদুর রব চৌধুরী টিপু, সভাপতি আনোয়ারা উপজেলা জাতীয় পার্টি। আলহাজ্ব মো. ছালেম, সভাপতি লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি, মো. হান্নান চৌধুরী সভাপতি পটিয়া উপজেলা জাতীয় পার্টি, কাজী মজিবুর রহমান সভাপতি বোয়ালখালী উপজেলা জাতীয় পার্টি, মাহমুদুল হক বেঙ্গল সাধারণ সম্পাদক কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টি, মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক বাশঁখালী উপজেলা (জাপা), মো. সেলিম সাধারণ সম্পাদক আনোয়ারা উপজেলা (জাপা), মো. ইউসুফ চৌধুরী সাধারণ সম্পাদক সাতকানিয়া উপজেলা (জাপা), মো. সিরাজুল ইসলাম স্টিল ধর্ম বিষয়ক সম্পাদক দক্ষিণ জেলা (জাপা), কাজী নুরুচ্ছফা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা, আবদুর রহমান সভাপতি জাতীয় যুব সংহতি দক্ষিণ জেলা, মো. দিদারুল আলম সহ- সভাপতি, মো. হারুণ-অর রশিদ আহবায়ক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দক্ষিণ জেলা, মো. আবদুল্লাহ আল কাউছার ভারপ্রাপ্ত সদস্য সচিব জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দক্ষিণ জেলা, মো. মাহাবুব রহমান আহবায়ক জাতীয় কৃষক পার্টি দক্ষিণ জেলা, মো. সুমন আহবায়ক জাতীয় শ্রমিক পার্টি দক্ষিণ জেলা, জহিরুল ইসলাম তুহিন সদস্য সচিব শ্রমিক পার্টি দক্ষিণ জেলা, মুন্নি বেগম সদস্য সচিব জাতীয় মহিলা পার্টি দক্ষিণ জেলা, মো. ইমরান যুগ্ম আহবায়ক জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলা, মো. আবুল হাশেম যুগ্ম- সাংগঠনিক সম্পাদক দক্ষিণ জেলা (জাপা), নুর হোসেন সওদাগর সদস্য দক্ষিণ জেলা জাপা, খান মোহাম্মদ আইয়ুব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কর্ণফুলী উপজেলা জাপা, মো. নাছির উদ্দীন সহ সভাপতি কর্ণফুলী উপজেলা জাপা, মো. জামাল সহ সভাপতি আনোয়ারা উপজেলা জাপা, মো. হান্নান, এম আজগর আলী, মো. রুবেল খান, আবুল কাশেম নেজাত, মো. শামসু, মো. আজিম, আবদুল জলিল, মো. সাদেক, মো. আজিজ, মো. নিজাম উদ্দীন, মো. হাকিম, আবদুর নুর, মো. আইয়ুব প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পল্লিবন্ধু এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন রবিউল ইসলাম সিকদার।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস্ এসোসিয়েশন : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস্ এসোসিয়েশন (বিপিএমপিএ), চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৪ই মে শুক্রবার চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেড এর ইউসিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএমপিএ এর সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া ও মহাসচিব ডা. জামাল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি উনার বক্তিতায়, চিকিৎসকদেরকে আন্তরিকতার সহিত এই মহৎ পেশা পালন করার জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন করার লক্ষ্যে চিকিৎসকরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন। চিকিৎসা শিক্ষাকে আরো উন্নতর যুগোপযোগী করার লক্ষ্যে চিকিৎসকদের নিকট পরামর্শের মাধ্যমে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উক্ত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, ডা. সরফরাজ খান চৌধুরী, ডা. ইমরান বিন ইউনুস, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, প্রফেঃ মাহ্মুদ এ. চৌধুরী আরজু, ডা. সাদেকুর রহমান ও ডা. শেখ মো. শফিউল আজম। এতে আরও উপস্থিত ছিলেন ডা. নুরুল ইসলাম, ডা. তৌহিদুল আনোয়ার খান, ডা. মিজানুর রহমান, ডা. ভাগ্যধন বড়–য়া, ডা. মেজবাহ্ উদ্দিন, ডা. প্রীতি বড়–য়া, ডা. মিজানুর রহমান, ডা. দিদারুল মনির (রুবেল), ডা. আশীষ কুমার মূখার্জী, ডা. সুশান্ত বড়–য়া, ডা. জুয়েল মহাজন, ডা. হাসান মুরাদ, ডা. এম.এ. আহাদ, ডা. আজাদ, ডা. তপন চক্রবর্তী, ডা. সারোয়ার আহম্মদ, ডা. রোকন উদ্দিন, ডা. আতিকুল হক, ডা. পংকজ দেওয়ানজী, ডা. ইমাম হোসেন রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. মো. আলী।

রেক্টো প্রোপার্টিজ লি. : রেক্টো প্রোপার্টিজ লি. এর ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা চট্টগ্রাম মহানগরীর জিইসিস্থ একটি হোটেলে গত ২৩ মে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. ইউসুফ। রেক্টো প্রোপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল হকের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন রেক্টো প্রোপার্টিজ লিঃ এর পরিচালক শহিদুল হক রিপন, উপদেষ্টা মো. লুৎফর রহমান প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর ইফতারি পরিবেশন করা হয়। মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে মাদক ও জঙ্গিমুক্ত করে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।


সামাজিক সংগঠন পরিষদ : সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ এর আয়োজনে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৪ মে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওসমান ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন লায়ন মোঃ ইব্রাহিম, সংগঠক ও কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এনেল। সংগঠনের অর্থ সম্পাদক মইন উদ্দিন আকবরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, নগরফুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বায়েজিদ সুমন, সাবেক সাধারন সম্পাদক শামশুজ্জোহা আজাদ পলাশ, সংগঠনের সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক মো. মেহবুব আলী, প্রতিজ্ঞা সংঘ এর সাধারন সম্পাদক জাহিদ তানছির, কল্যাণ’র পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ, সমাধান ফাউন্ডেশন’র সভাপতি কামরুল ইসলাম, মো. শাহেদ, বিবি ফাতেমা, জামিউল ইসলাম মামুন, ইলিয়াছ সুমন, মো. সোহেল, সাকিব সাকওয়াত প্রমুখ।


পতেঙ্গা শিকড় ফাউন্ডেশন : নগরীর উত্তর পতেঙ্গায় শিকড় ফাউন্ডেশন-চট্টগ্রাম কমিটির ইফতার ও দোয়া মাহফিল ২৪মে শুক্রবার বিকেল ৫টায় সংগঠনের সভাপতি হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সা. সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের ইফতার ও মাসিক সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, হাজী ছালেহ আহম্মদ চৌধুরী, কামরুল হাসান ভুলু, হাজী মো. ইলিয়াছ, এস.এ ইসলাম, হাজী শফিউল আলম, মো. ওয়াহিদুল আলম মাস্টার, হাজী নুরুল হুদা, হাজী ওমর ফারুখ, নুরুল আলম, মো. সেলিম, শ্রমিকনেতা নুরুল আবছার, মো. জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাইনুল ইসলাম, নজরুল ইসলাম। এছাড়া শিকড় ফাউন্ডেশন ‘চট্টগ্রাম’ কমিটির মাজহারুল আলম তিতুমীর, মো. আলী আজম, মো. সোলাইমান, উত্তমশীল, লিটন মহাজন, আজাদ হোসেন রাসেল প্রমুখ। সভা শেষে ইফতার মাহফিলে মোনাজাত করেন মুক্তিযুদ্ধা এস.এম আবু তাহের। বিজ্ঞপ্তি