৮০ দলের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ আইসিসির

35

ক্রিকেট খেলুড়ে সব দেশকেই টি-টোয়েন্টি স্ট্যাটাস দেয়ার পর, খেলাটির বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের ৮০ দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যাতে করে খেলুড়ে দেশগুলো আইসিসির মানদন্ডে নিজেদের উন্নতি-অবনতির খোঁজ রাখতে পারে। নতুন এই র‌্যাঙ্কিংয়ের ফলে প্রথমবারের মতো আইসিসির আনুষ্ঠানিক র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে অস্ট্রিয়া, বতসোয়ানা, লুক্সেমবার্গ, মোজাম্বিকের মতো দেশগুলোর নাম।
এ র‌্যাঙ্কিংয়ে নাম তোলার প্রধান শর্ত রাখা হয়েছিল মে ২০১৬ সালের পর থেকে অন্তত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা। আইসিসির প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে নতুনদের যেমন ঠাই মিলেছে, তেমনি পুরনোরা বজায় রেখেছেন নিজেদের অবস্থান। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। পরিবর্তন আসেনি শীর্ষ পাঁচের মধ্যে। তবে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে দুইয়ে থাকা ভারত এবং পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা। এছাড়া একধাপ করে এগিয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। নিজেদের ইতিহাসের সেরা সপ্তম অবস্থানে উঠে এসেছে আফগানরা। নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ রয়ে গেছে দশেই। তবে ২২০ রেটিং থাকা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে ২১২ রেটিং নিয়ে ১১তে থাকা নেপাল।