চট্টগ্রাম বিভাগের দুর্দান্ত সাফল্য

3

স্পোর্টস ডেস্ক

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ বীচ ফুটবল টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে চট্টগ্রাম বিভাগীয় দল। বালিকা ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগীয় দল চ্যাম্পিয়ন ও বালক ক্যাটাগরিতে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল সকালে কক্সবাজারের কলাতলীর ডলফিন মোড়ের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে বালিকাদের ফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগ ৪-১ গোলে সিলেট বালিকা দলকে পরাজিত করে। বালিকাদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা (০৭ গোল) পুরস্কার লাভ করেন চট্টগ্রাম বিভাগের মামনি চাকমা, ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার লাভ করেন চট্টগ্রাম বিভাগের তামান্না আক্তার, সেরা গোলকিপার চট্টগ্রাম বিভাগের ইশিতা ত্রিপুরা। বালক ক্যাটাগরির ফাইনালে সিলেট বিভাগের কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে চট্টগ্রাম বিভাগ বালক দল রানার্সআপ হয়। টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।