৬০ লাখ টাকা অনুদান নিয়ে সিনেমায় খরচ ২৫ লাখ : মাহি

7

বিনোদন ডেস্ক

আজ মুক্তির কথা ছিলো ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীর্বাদ’ এর। কিন্তু মুক্তি পায়নি। ছবিটির সহ-প্রযোজকের জেনিফার ফেরদৌসের সঙ্গে নায়ক-নায়িকা ও অন্যান্য কলাকুশলীদের দ্ব›েদ্ব জড়ানোর জন্যই সরকারি অনুদানের এই ছবিটি আলোর মুখ দেখল না আজ। তবে মুক্তি না পেলেও সিনেমাটির নায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে সহ-প্রযোজকের একাধিক অভিযোগ প্রসঙ্গে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন নায়ক-নায়িকা। মাহিয়া মাহির অভিযোগ, ‘জেনিফার ফেরদৌস কোনো পেশাদার প্রযোজক নন। যেহেতু এটা সরকার ও জনগণের টাকার সিনেমা তাই জেনিফার ফেরদৌস এখানে লাইন প্রডিউসার। তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল উনি বরং সেখান থেকে টাকা মেরেছেন।’ মাহি বলেন, ‘খুব স্বপ্ন নিয়ে অনুদানের সিনেমাটি করতে চেয়েছিলাম। ভেবেছিলাম কোনোভাবে যদি প্রধানমন্ত্রী কাজটি দেখেন! ৬০ লাখ টাকায় অনেক ভালো সিনেমা বানানো সম্ভব। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলছি, সর্বোচ্চ ২৫ লাখ টাকার মতো খরচ করেছেন প্রযোজক। বাকি টাকা প্রযোজক কোথায় খরচ করেছে সরকারের খতিয়ে দেয়া উচিত। তার জবাবদিহি করা উচিত। এই টাকা ওনার নয়। সরকারি অনুদান দেয়া হয় জনগণের ট্যাক্স থেকে।’