৩৭ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, ৬ বিভাগে বইছে তাপপ্রবাহ

17

পূর্বদেশ ডেস্ক

বৃষ্টিপাতের প্রবণতা কমায় সারাদেশে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। থার্মোমিটারে পারদ ছাড়িয়েছে ৩৭ ডিগ্রি। এতে দেশের ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের (১৬ আগস্ট) চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। খবর বাংলানিউজের
এদিন দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতও হয়নি। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে বেড়েছে ভ্যাপসা গরম।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।