২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজিয়েটস প্রীতি সমাবেশ

9

চট্টগ্রাম কলেজিয়েটস প্রাক্তন ছাত্র সমিতি চট্টগ্রাম কলেজিয়েটস এর প্রীতি সমাবেশ ২৪ ফেব্রুয়ারি মাহরাস্থ ওয়েল এগ্রোতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজিয়েটস এর অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
সভায় প্রীতি সমাবেশ ২০২৩ এর আহবায়ক আশরাফুল আনোয়ার হিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবাদত উল্লাহ, ফরিদুল আলম, ফজলুল হক, ড. নুরুল আমীন, ছৈয়দ মিজানুর রহমান, মোহাম্মদ জাকারিয়া, আ ন ম ওয়াহিদ দুলাল, প্রকৌশলী কামরুল ইসলাম, গোলাম মহিউদ্দিন মুকুল, রিয়াজ ইউসুফ পারভেজ, সমর বড়ুয়া, মঞ্জুর মোরশেদ ফিরোজ, সহিদ নঈম, আশীষ বড়ুয়া, হাসান আনোয়ারুল কবির, জাহেদুল ইসলাম, তুহিন কান্তি শীল, মঈনুদ্দিন শাকিল, ইফতেখারুল ইসলাম, তহিদুল ইসলাম, এহতেশাম রিশতা, রায়হান সিদ্দীকি প্রমুখ।
সভায় গতকাল ৫ ফেব্রুয়ারি হতে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কলেজিয়েটস স্কুলস্থ চট্টগ্রাম কলেজিয়েটস এর অফিসে সীমিত সংখ্যক আসন পূরণ সাপেক্ষে প্রীতি সমাবেশের নিবন্ধন কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিবন্ধন ফি জনপ্রতি ১৫০০ টাকা, ৭ বছর বয়সী শিশুদের জন্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়। বিস্তারিত জানা যাবে ০১৭১৫-১৯৬৭১৫ নাম্বারে ফোন করে।