২০২১ সাল হোক গণতন্ত্র পুনরুদ্ধার করার বছর

36

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণকে ভোট সেন্টারে আসার জন্য উৎসাহী করতে হলে নির্বাচন কমিশন ও সরকারের দৃশ্যমান নিরপেক্ষ নির্বাচনমুখী পদক্ষেপ নিতে হবে। জনগণকে উৎসাহী করতে হলে ভোট সেন্টারে নিরাপদে ভোট দেয়ার নিরাপত্তা দিতে হবে। যেহেতু ১০ লক্ষ ভোটার নারী ও মহিলা। ইভিএম-এ ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে হবে। নির্বাচনের পরিবেশ এখনো সবার জন্য সমান নয়। ২০২১ সাল হউক গণতন্ত্র পুনরুদ্ধার করার বছর।
তিনি ১ জানুয়ারি সন্ধ্যায় নগরীর ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির করোনা সুরক্ষাসামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সদস্য আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, বিএনপি নেতা দিদারুল আলম চৌধুরী হীরামন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এসএম আবুল কালাম আবু, আহমদ উল্লাহ, ইকবাল রহমান চৌধুরী, শহিদুল ইসলাম বাদশা, হাসনাত আলী, মোশারফ হোসেন, জিয়াউর রহমান জিয়া, গোলজার হোসেন, জমির উদ্দিন মানিক, আবু বক্কর শিকদার, মোহাম্মদ ইব্রাহিম, মোরশেদ কামাল, নূরনবী আক্তার হোসেন, মো. মামুন, আব্দুল আজিজ, মোহাম্মদ ফরহাদ, আবু বক্কর আবু, জাহাঙ্গীর আলম বাবলু, আনোয়ার সাদেক রবিন, জয়নাল আবেদীন, সরোয়ার, শহিদুল ইসলাম ছোটন, মোহাম্মদ মনসুর, ফকির শাহাবুদ্দিন, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি