হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারকে ত্রাণ দিলেন আলীকদম সেনা জোন

37

বান্দরবানের আলীকদম উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১০ পরিবার ও দুস্থ ৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল সাইফ শামীম পিএসসি। গত ২৭ মার্চ বেলা ১১ টায় আলীকদম সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালংপাড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১০টি পরিবারকে ও আলীকদম সেনা জোনের আওতাধীন কানা মাঝি আর্মি ক্যাম্প সংলগ্ন ৫ টি দুস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ বিতরনকালে লেফটেন্যান্ট মীর মাহাদী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, ৩নং ওয়ার্ডের সদস্য মংফুই মার্মা, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল ১০ কেজি, আটা ১০ কেজি, তেল ১ কেজি, লবণ ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, চিনি ২ কেজি, সাবান ২টি ও বিস্কুট পরিমাণ মতো।
জানা যায়, গত বৃহস্পতিবার সদর ইউনিয়নের আলীবাজার এলাকার দক্ষিণ-পূর্ব পালং পাড়ার আব্দুস সালামের ছেলে মো.সারোয়ার (১৭) অজ্ঞাত রোগে মারা যাওয়ার পর থেকে এলাকার লোকজনের মাঝে আতংক শুরু হয়। ঐ এলাকার লোকজনকে ভীত না হতে স্থানীয় প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মাধ্যমে পুরো এলাকাতে জীবনুনাশক পানি ছিটানো হয়। এ বিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সদর ইউনিয়নের আলীবাজার এলাকায় অজ্ঞাত রোগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সচেতনতা মাথায় রেখে মৃতব্যক্তির ঘরের আশপাশের কয়েকটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, রিপোর্ট নেগেটিভ এলে কোয়ারেন্টাইন তুলে দেওয়া হবে। এদিকে আলীকদম ও লামা উপজেলাকে লকডাউন ঘোষণা করার পর থেকে আলীকদম সেনা জোনের উদ্যোগে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, এলাকা মনিটরিং, ত্রাণসামগ্রী বিতরণ, প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান ও চিকিৎসা সেবা নিশ্চিত সহ নানা মানবিক ও জনকল্যাণ মূলক কাজ করতে দেখা গেছে।-