হালিশহরে সালাতু সালাম মাহফিল

32

গাওসে পাক ও জামিয়ে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে সম্মেলন ও সালাতু সালাম মাহফিল গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। নাফিস মোবারকের সভাপতিত্বে ও রাহনূর আশরাফ মিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার। এতে বক্তব্য রাখেন এডভোকেট নুসরাত আফরিন নোহা, আজিজ মাবরুর, আরিফ আল আহসান, আমির হোসেন, আশরাফ জুয়েল, মঈনউদ্দিন (মনি), হাফেজ জামসেদ আলম, সাইফুল ইসলাম, হুসনে আরা বেগম (কুসুম), কামরুন নাজাত, শাহানা আক্তার পারুল, ফাতেমা ইফতেখার লিজা, রোকসানা আকতার জলি, ইঞ্জিনিয়ার হাজেরা আকতার মাহি, এমদাদ আহমেদ প্রমুখ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সর্ব বাতিলের আঁধার থেকে মুক্তির দিশারী ও সংগ্রামের ধারক আওলিয়া কেরাম এবং সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম। তাঁরা বলেন, ইসলামের ছদ্মবেশধারী নবীদ্রোহী ওলীদ্রোহী খুনী সন্ত্রাসী বাতিল ফেরকা, নাস্তিক্যউদ্ভত বস্তুুবাদী মতবাদ ও মানবতাবিরোধী গোষ্ঠীবাদি স্বৈরতন্ত্র তথা কোন প্রকার বাতিল জালেম অপশক্তির সমর্থন করে আওলিয়া কেরামের অনুসারী তথা মুমিন হওয়া যায় না। বিজ্ঞপ্তি