হালদা পাড়ের স্বেচ্ছাসেবক ও ডিম সংগ্রহকারীদের সাথে মতবিনিময় সভা

16

হাটহাজারী প্রতিনিধি

দেশের অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীর পাড়ের স্বেচ্ছাসেবক ও ডিম সংগ্রহকারীদের সাথে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাটের হালদা চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করে আইডিএফ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) নামে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আইডিএফ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন হালদা রিভার রিসার্স ল্যাবেরেটরীর কো-অর্ডিনেটর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া।
অনুষ্ঠানটিতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর মো. শহীদুল আমিন চৌধুরী। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া পিপিএম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি.) পীযূষ প্রভাকর, সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজনুর রহমান ও প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর পেইছ প্রকল্পের অর্থায়নে আইডিএফ চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ এবং নদী পাড়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।