হালদায় নিষিদ্ধ ঘেরাজাল জব্দ করলো প্রশাসন

13

হাটহাজারী প্রতিনিধি

আসন্ন কার্প জাতীয় মা-মাছের প্রজনন মৌসুমে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার মাছ ধরার ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়ন হতে শুরু করে গুমানমর্দ্দন পেশকারহাট ব্রিজ এলাকায় পরিচালিত অভিযানে মাছ ধরার জন্য বসানো জালগুলো জব্দ করার আদেশ দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। অভিযানে সহযোগিতা করেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, ছিপাতলী ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল আহমেদ, হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী ও অন্যান্য সেচ্ছাসেবীগণ। এ ব্যাপারে ইউএনও হাটহাজারী মো. শাহিদুল আলম জানান, হালদা থেকে নিষিদ্ধ ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৪ হাজার মিটার। ওই দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়ন হতে শুরু করে গুমানমর্দ্দন পেশকারহাট ব্রিজ এলাকায় পরিচালিত অভিযানে এসব ঘেরা জাল জব্দ করা হয়। তিনি আরও জানান, হালদা নদীতে মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আসন্ন কার্প জাতীয় মা-মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সমন্বয়ে হালদা নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ২৪ ঘন্টা নজরদারির আওতায় রয়েছে।