হামলার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে

22

পূর্বদেশ ডেস্ক

পূজামন্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের একথা জানান। খবর একটি অনলাইন বার্তা সংস্থার
আইনমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, যে মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। বিচার দ্রুত সমাপ্ত করা হবে।’
তিনি বলেন, ‘যতগুলো মামলা সমাজকে নাড়া দিয়েছে তা দ্রুত নিষ্পত্তি আমরা করেছি। আমাদের সেই সদিচ্ছা আছে। বিচার বিলম্ব করার ইচ্ছা আমাদের নেই। ইচ্ছাকৃতভাবে কোনো বিচার বিলম্ব করা হচ্ছে না।’
আইনমন্ত্রী জানান, ‘ভিডিও দেখে আসামি শনাক্ত হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে। সে ধারায় কোনো অসুবিধা হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে।’
সাম্প্রদায়িক হামলার ঘটনায় করা মামলার তদন্তে ধীরগতির কারণ জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘নাসিরনগরের যে ঘটনা তার তদন্ত এখনও শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে বিচারিক কাজ আদালত শেষ করতে পারে না। তবে আমরা আশ্বাস করি, যখনই তদন্ত রিপোর্ট আসবে, তখনই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।’