হাটহাজারীতে বিলুপ্ত প্রজাতির নীল বিষ সাপ উদ্ধার

16

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী পৌরসভা এলাকায় বিলুপ্ত প্রজাতির ইন্দু চাইনিজ রেড স্নেকস (নীল বিষ সাপ) এর দেখা মিলেছে। প্রায় ৬ ফুট দৈর্ঘের বিলুপ্ত সাপটি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। সম্প্রতি পৌরসভার ২নং ওয়ার্ড পশ্চিম দেওয়ানগর এলাকার স›দ্বীপ পাড়া এলাকার নোয়া মিয়া সরদারের বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির সাপটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে বনবিভাগের উদ্ধারকারী টিম নীল বিষ সাপটি উদ্ধার করেছে। সাপটি লম্বায় প্রায় ৬ ফুট। পরে সাপটি আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।