হাটহাজারীতে গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির সম্মেলন

16

 

হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি উত্তর জেলা ও হাটহাজারী থানার সম্মেলন এবং প্রশিক্ষণ হাটহাজারী থানার সভাপতি গ্রাম ডাক্তার অসিম দাসগুপ্তের সভাপতিত্বে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেডিকেল সেন্টার হাসপাতালের মার্কেটিং ম্যানেজার ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রতন কুমার নাথ, প্রধান বক্তা ছিলেন সিএমএসএস এর পরিচালক এবং মেডিকেল সেন্টার হাসপাতালের চিফ অডিটর ম্যানেজার ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছমাইল, মো. তানভীর আলী প্রান্ত, সাংগঠনিক বক্তব্য দেন গ্রাম ডাক্তার এস আর কিশোর, গ্রাম ডাক্তার শাহারিয়ার রশিদ জিলান, গ্রাম ডাক্তার দেবাশীষ শীল, গ্রাম ডাক্তার উদয়ন বড়ুয়া, গ্রাম ডাক্তার সুদর্শন আচার্য্য, গ্রাম ডাক্তার ফজলুল সোবাহান, গ্রাম ডাক্তার আব্দুল কুদ্দুস, গ্রাম ডাক্তার অমল কান্তি দে, গ্রাম ডাক্তার খোকন কান্তি নাথ, গ্রাম ডাক্তার রঞ্জন নাথ, গ্রাম ডাক্তার বিজয় দে, গ্রাম ডাক্তার জগদীশ চক্রবর্তী, গ্রাম ডাক্তার নটু চক্রবর্তী, গ্রাম ডাক্তার নারায়ণ চৌধুরী, গ্রাম ডাক্তার স্বপন কুমার দে, গ্রাম ডাক্তার আসমা আহম্মেদ মুনমুন, গ্রাম ডাক্তার এইচ এ কে ফরহাদ। সকলের সম্মতিক্রমে গ্রাম ডাক্তার অসিম দাসগুপ্তকে উত্তর জেলার সভাপতি এবং গ্রাম ডাক্তার সুবাস চন্দ্র নাথকে সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার এস আর কিশোরকে হাটহাজারী থানার সভাপতি, গ্রাম ডাক্তার দেবাশীষ শীলকে সাধারণ সম্পাদক করে ২০২১-২০২৩ কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি