হাটহাজারীতে আকাশমণি গোল কাঠসহ চাঁদের গাড়ি জব্দ

25

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী আকাশমণি গোলকাঠসহ চাঁদের গাড়ি (জিপ) জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। গত ১৬ এপ্রিল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদ দরবারে মুসাবিয়া এলাকা থেকে কাঠসহ জিপটি জব্দ করে স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা। উক্ত অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. ফজলুল কাদের চৌধুরী। যদিও এর আগে অভিযানের বিষয়টা আঁচ করতে পেরে বন খোকোরা কাঠ পাচারকারীরা আটককৃত জিপ ট্রাকটি (রাজশাহী ক-৫১২) রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনের কাঠ পাচারের সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদ মুসাবিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ চুকরা আকাশমণি গোলকাঠসহ একটি জিপ গাড়ি জব্দ করি। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত আকাশমণি গোলকাঠসহ গাড়িটি নাজিরহাট রেঞ্জ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।