হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ, আটক ৬ জন

13

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে র‌্যাবের সহযোগিতায় কাভার্ডভ্যান বোঝাই ১৫০ ঘনফুট চেরাইকৃত সেগুন, গামারি ও লালি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে স্থানীয় বনবিভাগ। জব্দকৃত কাঠের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। গত ৫ জুন বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ১১ মাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান, শনিবার ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসদরস্থ আব্বাছিয়ার পুলস্থ র‌্যাব-৭ এর সিপিসি-২ কার্যালয়ের অদূরে মাটিয়া মসজিদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যান বোঝাই (চট্টমেট্রো ব ১১-৫০৪৭) চেরাইকৃত এ কাঠ জব্দ করা হয়। এ সময় ৬ জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলেন- তৌহিদুল আলম (২৪), মো. জয়নাল আবেদিন (২৩), মো. আব্বাস (২৭), মো. শামিম (৩৫), মো. ফারুক (২৮) এবং মো. মোজাহার ইসলাম (২৭)। এদিকে, এ ঘটনায় স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা বন সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং কাভার্ডভ্যানসহ জব্দকৃত কাঠ ফরেস্ট বিট স্টেশন হেফাজতে রাখা হয়েছে বলে বন বিভাগের কর্তারা নিশ্চিত করেছে।