হাজী মোহাম্মদ আমিনের মৃত্যুতে মেয়রের শোক

17

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ও সিজেকেএস এর কাউন্সিলর হাজী মোহাম্মদ আমিন এর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

হযরত আবুল
বরকত বদরুদ্দিনের
ওরশ কাল

ইমাম রব্বানী মোজাদ্দেদ্ আল ফেসানী হযরত আবুল বরকত বদরুদ্দিন শায়খ আহমদ ফারুকী নকশবন্দী সেরহিন্দী (রা.আ.) এর বার্ষিক ওরশ মোবারক আগামীকাল সোমবার ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ মোল্লাপাড়া হযরত শাহ্সূফী মুফতি মাওলানা সৈয়দ আমিনুর রহমান নকশবন্দী আল-মোজাদ্দেদী (রা.আ.) এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন দরবারের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশবন্দী মোজাদ্দেদী (মজিআ)। বিজ্ঞপ্তি

বাঁশখালীতে রাস
উৎসব উদ্যাপন
কমিটি গঠিত

বাঁশখালীর বাণীগ্রাম রাধামাধব সেবাশ্রমে সর্বজনীন রাস উৎসব উপলক্ষে গত ১৮ অক্টোবর স্থানীয় শ্যামা মন্দির অঙ্গনে অ্যাডভোকেট নারায়ণ চৌধুরী (বৈষ্ণব) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সন্তোষ চৌধুরীকে (রূপন) আহŸায়ক, দুলাল কিশোর ভট্টাচার্য্যকে যুগ্ম আহŸায়ক ও বিমল কান্তি দে-কে (আবু) সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বাণীগ্রাম সর্বজনীন রাস উৎসব উদ্যাপন উপ-পরিষদ গঠন করা হয়। সভায় আগামী ১০-১২ নভেম্বর তিন দিনব্যাপী রাস উৎসব অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-মঙ্গল প্রদীপ প্রজ¦লনসহ উদ্বোধন, ধর্ম সম্মেলন, শ্রীশ্রী রাসবিহারী পূজা, সমবেত প্রার্থনা, গীতা ও ভাগবত পাঠ, তারকব্রহ্ম নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।
সভায় বক্তব্য দেন সন্তোষ চৌধুরী, অঙ্কন ভট্টাচার্য্য প্রান্ত, বিমল কান্তি দে, রতন চন্দ্র দে, শ্যামল ভট্টাচার্য্য, গোপাল ভট্টাচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি