হাওর কথকতা

11

 

হাওর, বাঁওর, বিল, নদী, খাল, পুকুর আর জলাভূমি বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য শুধু নয়, সাংস্কৃতিক মূল বৈশিষ্ট্য নির্ধারণ করেছে। লোকবিশ্বাস, লোকসঙ্গীত, পল্লীগীতি, ভাওয়াইয়া, পোশাক-আশাক, খাবার-দাবারে তা পরিস্ফুট হয়। যখন বলি, বাঙালি মাত্রই মাছে- ভাতে বাঙালি। একটু ও কি চিন্তা করেছি, বাংলাদেশের টপোগ্রাফি বা ভৌগলিক বৈশিষ্ট্য কি মাত্রায় , আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য তৈরির পেছনে নির্ধারক। বাংলাদেশ নদীমাতৃক। প্রায় নদীর উৎস দেশের বাইরে হলেও, গতিপথ নিয়েছে বাংলাদেশের মাঝ দিয়ে। ভারতবর্ষের মানচিত্রের দিকে নজর দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়। ভারতের উত্তরে হিমালয়ান রেঞ্জ। মধ্যপ্রদেশ থেকে দক্ষিণে উঁচু মালভূমি। মাঝখানে গাঙ্গেয় সমতলভূমি। বাংলাদেশের ভূমি বেসিন এলাকা বা নিম্নাঞ্চল। হিমালয় বা দাক্ষিণাত্যের নদীর উৎসগুলো সমতল ও নিম্নাঞ্চল মুখী হয়। বাংলাদেশ নিম্নাঞ্চল হওয়ায়, অনেক নদীর গতিপথ আমাদের ভূমির উপর দিয়েই গেছে। নদীমাতৃক হওয়ায়, উৎপাদনের প্রাথমিক ভীত হয় কৃষি। ধান হয়, প্রধান কৃষি পণ্য। মাছ ও ভাত হয়, প্রধান খাবার। বাঙালি পরিচিতি পায়, মাছে-ভাতে বাঙালি হিসেবে। এই পরিচিতির পেছনে, হাওর, বাঁওর, বিল, ঝিল ইত্যাদির ভূমিকা ও কম নয়। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেটের উত্তরে ভারতের মেঘালয়। সাত হাজার ফিট উচ্চতার মেঘালয়, সিলেট ও মেঘালয়ে বৃষ্টিপাতের প্রধান কারণ। চেরাপুঞ্জিসহ মেঘালয়ের জলের ধারা, সিলেটের নিম্নাঞ্চলে সঞ্চিত হয়। নদী উপচে নিম্নাঞ্চলে জলে পরিপূর্ণ হয়। সাগর সদৃশ জলের এই আধারই হচ্ছে হাওর। বাংলাদেশের প্রধান হাওরগুলো,উত্তর-পূর্বাঞ্চলে অবস্থানের কারণ, এর ভূপ্রকৃতি বা টপোগ্রাফী। আবার বিল ও বাঁওর গুলো বদ্বীপ অঞ্চলে। সুন্দরবন অঞ্চলের নদীর গতিপথ পরিবর্তনের কারণে বিলের উৎপত্তি হয়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-বঙ্গে বিল দেখতে পাওয়া যায়। হাওর যেখানে শীতের মৌসুমে শুকনো কৃষি জমিতে রূপান্তরিত হয়, বিল ঠিক সবসময় তেমন হয়না।বিলে সারা বছরই সাধারণত পানি থাকে যদিও শীতকালে তা কমে আসে। পাবনার চলন বিল তার আকৃতি বদলে ছোট হয়ে আসছে প্রতি বছর। হাওরে যেখানে বর্ষাকালের মৎস্যজীবীকে, শীতকালে কৃষক হিসেবে দেখতে পাওয়া যায়, বিলে ঠিক তেমন নয়।
আজকাল সমুদ্র সম্পদের অর্থমূল্য আরোপের বিষয়কে ইষঁব ঊপড়হড়সু বলা হয়। মিঠা পানির হাওর আর বিলের অর্থমূল্য কে কি বলা যায়? আমাদের নিম্নবিত্তের প্রোটিনের উৎস এই হাওরের গুরুত্ব কিভাবে প্রকাশিত হবে? মাছ ও ভাতের বাঙালির, খাবার যোগানের এই প্রাকৃতিক উৎস ও আমাদের পেশা ও প্রাত্যহিক জীবনের অংশ এই হাওর হত পারে, পর্যটন ও অন্যান্য অর্থনৈতিক কাজের উপায়। হাওর,বাঁওর,বিল,ঝিল নিয়ে নয়া অর্থ ব্যবস্থার একটা উপায় কি খুঁজে বের করা যায়?