হতাশা জারি রেখে ড্র বার্সার

16

লা লিগায় আগের ম্যাচে হেরে এমনিতেই চাপে ছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত দুর্বল স্লাভিয়া প্রাগকে পেয়েও সেই চাপ কাটাতে পারল না তারা। বাজে পারফরম্যান্সের জেরে ঘরের মাঠেই গোলশূন্য ড্র করেছে কাতালানরা। লেভান্তের মাঠে লিগ ম্যাচে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকরা মনে করেছিলেন প্রাগের বিপক্ষেই নিজেদের ফিরে পাবেন মেসিরা। কিন্তু উল্টো হতাশই হতে হয়েছে তাদের। ইনজুরির কারণে দলে ছিলেন না লুইস সুয়ারেজ। ম্যাচে মোটেও দাগ কাটতে পারেননি অ্যান্থনিও গ্রিজম্যান। গোলহীন ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেন লিওলেন মেসি।
ড্র করলেও গ্রুপ ‘এফ’র শীর্ষে আছে বার্সা। চার ম্যাচে তাদের পয়েন্ট আট। এই গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। চার ম্যাচে বার্সার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইনম্বরে বরুসিয়া। সমানসংখ্যক ম্যাচে ইন্টারের খাতায় চার পয়েন্ট। আর দুই ড্রতে দুই পয়েন্ট অর্জন করেছে প্রাগ।