স্বাধীনতা দিবসে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র ফুটবল টুর্নামেন্ট

3

স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব কর্তৃক আন্তঃ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-চট্টগ্রাম কাতালগঞ্জে এসিএম টার্ফ এ ২৬ মার্চ বিকালে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মার্তন্ড প্রতাপ বড়–য়ার সঞ্চালনায় শুরুতে মঙ্গলাচরণ করেন প্রফেসর ড. উপানন্দ মহাথের। টুর্নামেন্টের প্লেয়ার ও অফিসিয়াল জার্সি বিতরণ করেন স্পনসর প্রতিষ্ঠান কচঝ ঝযরঢ়ঃৎধফব ঝবৎারপবং এর সিএফও শুভাশীষ বড়–য়া সিন্টু এবং সিইও সৌমেন বড়ুয়া। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং উদ্বোধন করেন সংঘের সহসভাপতি দেবপ্রিয় বড়–য়া দেবু, উপস্থিত ছিলেন কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, কাজল বড়ুয়া, মানস বড়ুয়া, ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া, শ্যামল চৌধুরী, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, সুমন বড়ুয়া আবু, সিজার বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া, মিসেস চম্পাকলি বড়ুয়া, অধ্যাপিকা নেভী বড়ুয়া প্রমুখ। যুব’র আন্ত: স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪টি দল হচ্ছে যুব লায়নস, যুব টাইগার্স, যুব প্যানথারস এবং যুব উলফস। টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ১-০:গোলে যুব প্যানথারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় যুব উলফস দল। ট্রফি বিতরণ করেন কৃষ্টি যুব’র সভাপতি ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। বেস্ট প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট ট্রফি অর্জন করেন রানারআপ দলের কৃষাণু বড়ুয়া এবং বেস্ট গোলকিপার ট্রফি অর্জন করেন চ্যাম্পিয়ন দলের অভিষেক চৌধুরী। টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু এবং ম্যাচ অফিশিয়াল এর দায়িত্ব পালন করেন যুব সহ-সভাপতি শুভাশীষ বড়ুয়া সিন্টু। উৎসব মুখর পরিবেশে হওয়া স্বাধীনতা দিবস যুব আন্ত: ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট আহবায়ক মার্তন্ড প্রতাপ বড়ুয়া কমরেড, সদস্য সচিব বনরুপ বড়ুয়া অমি এবং সমন্বয়কারী মানস বড়–য়া। বিজ্ঞপ্তি