স্বাধীনতার লাল ইতিহাস

41

একাত্তরের স্বাধীনতা একটি রঙিন দিন
ইতিহাসে তারই স্মৃতি থাকবে অমলিন।
স্বাধীনতা আমার মায়ের আঁচল টানা মুখ
আমার বোনের ভালোবাসা সোহাগ ভরা বুক।

স্বাধীনতার স্বপ্নে হাসে ধান কাউনের মাঠ
চাষির ঘরে নিত্য চলে ফসল বোনার পাঠ।
মাঝির মুখে জারি সারি ভাটিয়ালি গান
বুকের ভেতর স্বাধীনতার স্বপ্ন অফুরান।

স্বাধীন তার স্বপ্নে ভরা প্রজাপতির বুক
ঘাস ফড়িংয়ের লাফে লাফে উপচে পড়ে সুখ।
কাঠ বিড়ালির দুষ্টুমিতে স্বাধীন তার ছাপ
ডালিম গাছে টুনটুনিটাও দিচ্ছে খুশির লাফ।

স্বাধীনতা আমার গাঁয়ের খোকা খুকির দল
মাথার উপর উদাস দুপুর করছে কোলাহল।
কোথায় আছে শাপলা পুকুর আম কাঁঠালের বন
স্বাধীনতার ইচ্ছে ভেলায় ঘুরছে সারাক্ষণ।

নাটাই সুতো রঙিন ঘুড়ি মোহন বাঁশির সুর
স্বাধীনতার জয় ধ্বনি ছড়ায় বহু দূর।
হাওয়া ছোটে তেপান্তরে ছড়িয়ে সুখের রেশ
স্বাধীনতার লাল ইতিহাস সোনার বাংলাদেশ।