সোনিয়া গান্ধী মানুষকে ভুল বোঝাচ্ছেন : নির্মলা

17

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সিনিয়র নেতা নির্মলা সীতারমণ। শুক্রবার ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, নাগরিকত্ব আইনকে মিথ্যাভাবে জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) সঙ্গে মিলিয়ে দিচ্ছেন সোনিয়া। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিবৃতিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিক্ষোভকারীদের আইনটি ভালোভাবে পড়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজন পড়লে ব্যাখা চাওয়ারও পরামর্শ দেন। এছাড়া যারা মানুষকে ‘ভুল বোঝাচ্ছে’ ও দেশে ‘সহিংসতা ও ভয় ছড়াচ্ছে’ তাদের থেকে দূরে থাকারও পরামর্শ দেন তিনি। ভারতে গত ১২ ডিসেম্বর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধন আইনে (সিএএ) বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে।
বিরোধীদের দাবি, নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক তালিকার মাধ্যমে হিন্দুত্ববাদী নীতি প্রতিষ্ঠা করতে চায় বিজেপি। শুক্রবার বিবৃতিতে নির্মলা সীতারমণ বলেন, ‘আমি সব ভারতীয় নাগরিককে এই দ্বিধা ও ভয়ের অনুভুতিকে পাত্তা না দেওয়ার আহŸান জানাচ্ছি। কংগ্রেস এবং টিএমসি (তৃণমূল কংগ্রেস), এএপি (আম আদমি পার্টি) ও বামেরা নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে এনআরসিকে মিলিয়ে ফেলে ভয় ছড়াচ্ছে। যদিও সেগুলো এখনও গঠনই করা হয়নি। হতাশাগ্রস্থ কংগ্রেস, টিএমসি, এএপি ও বামেরা যা করছে তাতে প্রভাবিত না হতে আমি ভারতীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি’। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কোনও ভারতীয়ের নাগরিকত্ব হরণ করবে না। তিনি বলেন, দুর্ভাগ্যজনক যে কংগ্রেসের অন্তবর্তী প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সিএএ নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে এবং মিথ্যাভাবে একে এনআরসি’র সঙ্গে মিলিয়ে ফেলছে।