সেমিতে এক্সক্লুসিভ ও জুনিয়র অ্যাকাডেমি

11

মেরিডিয়ান বিজয় দিবস অনূর্ধ্ব ১৫ তে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয় মহিলা কমপ্লেক্স মাঠে। দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় এক্সক্লুসিভ ক্রিকেট অ্যাকাডেমি ৬ উইকেটের বিশাল ব্যবধানে চিটাগং ইয়থ ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে সেমিতে উন্নীত হয়। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে চিটাগং ইয়থ । দলের পক্ষে হৃদয় ৫৪ ও শরীফ ২১* রান করে ও অতিরিক্ত থেকে আসে ২২ রান। এক্সক্লুসিভের সজীব ২১ রানে ৩টি ও আফসার ২৬ রানে ২টি উইকেট নেন। জবাবে এক্সক্লুসিভ ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান করে।। দলের পক্ষে জালাল ২৫, সজীব ২৩ ও মিদুল ২৭ রান করেন। চিটাগং ইয়থের সাকিব ২০ রানে ২টি উইকেট নেন। বিজয়ী দলের সজীব ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন এক্সক্লুসিভ অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল।
দিনের অপর কোয়ার্টার ফাইনাল খেলায় জুনিয়র ক্রিকেট অ্যাকাডেমি ৬ উইকেটে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি কে পরাজিত করে সেমিতে উঠে। টসে জিতে ব্যাট করতে নেমে ব্রাদার্স ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৯ রান করে। দলের হয়ে আবদুল্লাহ্ হানিফ রাদিয়ান ৫৬ রান ও আরবাব খান ১৯ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে আরো ২৭ রান। জেসিটিএ এর রহমতউল্লাহ ১৩ রানে ৪টি উইকেট দখল করেন। জবাবে জেসিটিএ ১৮ ওভারে ৪ উইকেটে ১২৩ রান করে। দলের পক্ষে রহমতউল্লাহ ৩৩, হামজা ৩৮ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে আরো ২৭ রান। ব্রাদার্সের ফারদিন ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। বিজয় দলের রহমতউল্লাহ ম্যাচ সেরা হন আর তার হাতে পুরস্কার তুলে দেন সাইদ মুরাদ।