সু চি সহযোগীর ২০ বছরের কারাদন্ড

5

 

মিয়ানমারের উৎখাত হওয়া বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চি’র ঘনিষ্ঠ এক সহযোগী উ উইন থেইনকে ষড়যন্ত্রের মামলায় বিশ বছরের কারাদন্ড দিয়েছে জান্তা। শুক্রবার উ উইন থেইনের আইনজীবী এই তথ্য জানিয়েছেন।
১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই অস্থিতিশীলতা বিরাজ করছে মিয়ানমারের। জান্তাবিরোধী বিক্ষোভে ১১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আইনজীবী মুইন্ট তুইন এএফপিকে বলেন, উ উইন থেইনকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে বিশেষ আদালত। তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে উইন থেইন আপিল করবেন।