সুপার ওভারে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

19

তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাতে পারতো পাকিস্তান। তবে সুপার গড়ানো ম্যাচটিতে রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়েনরা। টাই হওয়া ম্যাচটিতে সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে বেøসিং মুজারাবানির করা প্রথম বলে সাজঘরে ফেরেন ইফতিখার আহমেদ। পরের দুই বলে পাকিস্তান নিতে পারে মাত্র ২ রান। চতুর্থ বলে আউট খুশদিল শাহ। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩ রান। মামুলি এই রান নিতে কোনো কষ্ট হয়নি জিম্বুাবুয়েনদের। শাহীন আফ্রিদির করা ওভারে প্রথম বলে এক রান নেন ব্রেন্ডন টেইলর। পরের বলে রান না হলেও তৃতীয় বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিকান্দার। মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে টেইলরের ফিফটি ও শন উইলিয়ামসের সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ২৭৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান থামে ২৭৮ রানে। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।