সুন্নি সম্মেলনে আল্লামা সাবির শাহ অন্যের ধর্মানুভূতিতে আঘাত করা ইসলাম সমর্থন করে না

8

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানাধীন হযরত শাহসুফী মাওলানা সৈয়দ খলিলুর রহমান (রহ.) বাড়ি ইউনিট এর ব্যবস্থাপনায় ১৫তম আজিমুশশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ)। তিনি বলেন, সংখ্যাগুরু মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমরা মুসলমানদের কাছে আমানত স্বরূপ। মহানবী (দ.) সর্ব জাতির সর্ব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমূলক মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অন্য ধর্ম বা যে কোনো ধর্মানুভ‚তিতে আঘাত করা ইসলাম কখনও সমর্থন করে না। পীর আল্লামা সাবির শাহ শান্তি-সম্প্রীতি বজায় রেখে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন। মুহাম্মদ ফরিদ আলম ইমরান ও এনামুল হক এনাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আনজুমান এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, অধ্যক্ষ আল্লামা হাফেজ রিদুয়ানুল হক হক্কানী, মাওলানা কাজী নুরুল আবছার আল কাদেরী, মাওলানা শেখ মো. আরিফুর রহমান, আশেকে রসূল বাবু, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মুহাম্মদ আরিফ, এরশাদ খতিবী, মুহাম্মদ ওসমান গনি, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য দেন এরশাদুল আলম হিরা, সালামত আলী, মুহাম্মদ জসিম উদ্দিন, মহিউদ্দিন খোকন, নুরুল কাদের, মাওলানা আহমদুর রহমান, এস এম রাশেদ ইকবাল, এম এ হাসনাত, আব্দুল নোমান, ইয়াছির আরাফাত, মো. মোরশেদ, মো. ফাহিম, রিয়াজ উদ্দিন, রুবেল, নিজাম উদ্দিন টিপু, মিরাজ, হৃদয়, বাপ্পি, আনিস, তারেক, আলভী, রিসাদ, মোবারক আলীসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিটের কর্মকর্তারা। মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। বিজ্ঞপ্তি