সুনীল চক্রবর্ত্তী শিক্ষকদের কল্যাণে কাজ করেছেন

23

প্রয়াত শিক্ষক নেতা সুনীল চক্রবর্ত্তী আমৃত্যু শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষক সমাজের মান মর্যাদা বৃদ্ধিতে নিবেদিত ছিলেন। বেসরকারি শিক্ষক সমাজের আর্থসামাজিক উন্নয়নে তাঁর অকৃত্রিম অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সভাপতি সুনীল চক্রবর্ত্তীর স্মরণে আয়োজিত শোক সভায় বক্তাগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার নগরীর কেবি আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন বাশিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. ওসমান গণি। বাশিস দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রনজিৎ কুমার নাথ, বাশিস, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর, সহ-সভাপতি অধ্যাপক কানাই দাশ, বাশিস মহানগরীর সভাপতি নুরুল হক ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, প্রয়াতের সহ-ধমির্নী শুভ্রা চক্রবর্ত্তী, আঞ্চলিক ও জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাদল শিকদার, মোঃ নাসির উদ্দীন, আকম শহীদুল্লাহ মানিক, শিমুল মহাজন ও মো. আমির হোসেন প্রমুখ। সভা শেষে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. সোলায়মান। গীতা পাঠ করেন স্বপন চক্রবর্ত্তী ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন সনজিত কুমার বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি