সীরতুন্নবী মাহফিলের ১ম দিনের সভা রসূল (সা.) এর জীবনের মধ্যে সর্বোৎকৃষ্ট আদর্শ

19

 

শাহ্ কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিল লোহাগাড়ার চুনতী শাহ্ মনজিল সীরত ময়দানে ১৮ অক্টোবর শুরু হয়েছে। ১ম দিনের অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন সীতাকুন্ড কামিল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা হোছাইন আহমদ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম। কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দীন মুনিরী, ক্বারী মাওলানা রবি উল্লাহ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ মুসা, হাফেজ রবিউল হাসান, কফিল উদ্দীন। আলোচনায় অংশগ্রহণ করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ হাফেজ শাহে আলম, আধুনগর ইসলামিয়া কামিল মাদারাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হেলাল উদ্দীন, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ। আলোচনায় বক্তারা বলেন, আল্লাহর রসূল (সা.) এর জীবনের মধ্যে রয়েছে মানবজাতির জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ। আর রসূলের আদর্শ অনুসরণের ফলে মুসলিম উম্মাহকে গোটা মানবজাতির অনুসরণীয় আদর্শে পরিণত হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, আবু তাহের, মিয়া মোহাম্মদ গোলাম কবির, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাহাবুবুল হক, কাজী আরিফ, মোহাম্মদ ইদ্রিস মিনহাজ, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি