সীমান্তে বিপুল রুশ সেনা আলোচনা চায় ইউক্রেন

5

পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা নিয়ে উত্তেজনা চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এমন অবস্থায় সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। বিরোধ মেটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সঙ্গে আলোচনা চান ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি। জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব ইউক্রেনে, যেখানে সংঘর্ষ চলছে, আসুন, সেখানে আমরা আলোচনায় বসি।’ তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের আলোচনাকারীরা পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দেশের ট্রেঞ্চ ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।’ ইউক্রেনের অভিযোগ, রাশিয়া সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র এবং ইইউও ইউক্রেনের দাবি সমর্থন করেছে। জার্মানি ও ফ্রান্সের দাবি, অবিলম্বে রাশিয়াকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে মস্কোর বক্তব্য, প্রশিক্ষণ ও মহড়ার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে।