সীমান্তের কাছে ন্যাটো এলে জবাব দেবে রাশিয়া

18

 

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে শিগগিরই আবেদন করতে যাচ্ছে ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন। এ নিয়ে সতর্ক করে রাশিয়া বলছে, ন্যাটোয় যোগ দিলে ওই অঞ্চলে ব্যাপক ‘সামরিকায়ন’ হবে। রুশ সীমান্তের কাছে ন্যাটো পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত মস্কো। শনিবার সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সেন্ডার গ্রুশকো বলেন, রাশিয়া জানে ন্যাটো তার নাগালের মধ্যে সবকিছু সামরিকায়ন করতে চায়। আর ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার মধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। গ্রুশকো আরও বলেন, মস্কোর প্রতিক্রিয়া আবেগের উপর ভিত্তিতে হবে না, পরিস্থিতি পর্যালোচনা করেই নেওয়া হবে। ন্যাটোতে যোগ না দিতে সুইডেন ও ফিনল্যান্ডকে সতর্ক করে আসছে রাশিয়া। এ জন্য পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছে দেশটি। এর মধ্যেই শনিবার (১৪ মে) অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন-ফিনল্যান্ড। কবে নাগাদ সামারিক জোটে আবেদন করতে যাচ্ছে, এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ।
বেশ কয়েক বছর ধরে ফিনল্যান্ডে ন্যাটোতে যোগদানের পক্ষে সমর্থন ছিল ২০-৩০ শতাংশের মতো। এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশ। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে রাশিয়া দেশটিতেও ইউক্রেনের মতো হামলা করে বসতে পারে, এমন শঙ্কা থেকেই ফিনল্যান্ড সরকার জোটটিতে যোদ দেওয়া নিয়ে আলোচনা চালাচ্ছে। একই পথে হাটছে সুইডেনও।