সিলেন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

10

পেকুয়া প্রতিনিধি

ঈদের আনন্দ মাখা আর আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের বাড়িতে গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার কথা ছিল তাঁদের। সেই স্বপ্নটুকু কেড়ে নিল গ্যাস সিলিন্ডার। সময়টা ছিল ঈদের দ্বিতীয় দিন। সকালে হঠাৎ বাড়ির রান্না ঘরে বিস্ফোরণ হলো গ্যাস সিলেন্ডার। বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে পড়া আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় পুরো বাড়ি। সম্প্রতি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালেক পাড়া মুজিব কিল্লা সংলগ্ন এলাকায় সেলিমের বসতবাড়ীতে ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হওয়ার পর থেকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছে সেলিম।
এদিকে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের এম তোফাজ্জল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওইদিন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেন। তোফাজ্জল করিম জানান, পরিবারটি এখন অসহায়। আমার মাধ্যমে সেলিম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত সোমবার পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা পরিদর্শনে যান। ওইদিন সরেজমিনে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেয়। ওই সময় নগদ টাকা, প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেন পরিবারের কাছে। তাদের একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।