সিরিয়াকে ৩৫ লাখ পাউন্ডের ত্রাণ দেবে ইইউ

7

সিরিয়া সরকারের আবেদনে সাড়া দিয়ে ভূমিকম্প দুর্গত দেশটিকে ৩৫ লাখ পাউন্ডের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর তাদের ‘সিভিল প্রটেকশন মেকানিজম’ এর অধিনে বুধবার ওই সহায়তা পাঠানোর ঘোষণা দেয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশকে সহায়তা করতে ইইউ ওই স্কিম চালু করেছে। যার অধিনে সহায়তা পেতে সিরিয়ার কর্মকর্তারা আবেদন জানান। গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার কয়েকটি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই দেশে এরইমধ্যে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিরিয়ায় ভূমিকম্পে তিন লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।