সিরিজ বোমা হামলার প্রতিবাদে মিছিল, সমাবেশ ক্ষমতার লোভে অপরাজনীতি করছে বিএনপি-জামায়াত

3

দক্ষিণ জেলা আ.লীগ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, জঙ্গীবাদ-সন্ত্রাস, সভ্যতার উন্নয়নের বিপরীতে অবস্থান করছে। যেনতেনভাবে ক্ষমতায় যেতে বিএনপি-জামায়াত দেশবিরোধী সবরকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ক্ষমতার লোভে তারা অপরাজনীতি করছে। যারা ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা করেছে, যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তারাই জঙ্গী তৎপরতার পৃষ্ঠপোষকতা করে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তারেক জিয়ার নেতৃত্বে দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে। ১৭ আগস্ট বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বরে পঁচাত্তরের ঘাতকদের নাশকতা, সিরিজ বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত গণ-মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। মুখে আমরা যা বলবো কাজে তা করে দেখাব। বঙ্গবন্ধুকে যারা স্বপরিবারে হত্যা করেছিল তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। শেখ হাসিনা উন্নয়নের যে রূপকল্প অনুসরণ করেছেন তা বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এম আবু সাঈদ, এস এম আবুল কালাম, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, এড. আবদুর রশিদ, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, গোলাম ফারুক ডলার, বিজয় কুমার বড়–য়া, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, চেয়ারম্যান নাসির আহমদ, আয়ুব আলী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আবুল কালাম আজাদ, সেলিম নবী, নুরুল আমিন চৌধুরী, শাহাদাত হোসেন, আ ক ম সামশুজ্জামান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশীদ, কুতুব উদ্দিন চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, এম এ মালেক, অধ্যাপক আবদুল গফুর, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। সমাবেশ শেষে গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে এসে শেষ হয়।
চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদপুষ্ট সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃণ্য নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বিকেল ৩টায় চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নগরীর ডিসি হিল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে আন্দরকিল্লা মোড়ে এসে সমাপ্ত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, কৃষি ও সমবায় সম্পাদক জাকের হোসেন কমরু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, আমজাদুল হক চৌধুরী দুলাল, মোহাম্মদ ফিরোজ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আফনান ইসলাম, আ ন ম হাসান চৌধুরী, নরুল আমজাদ চৌধুরী, আবদুর রহমান, কুতুব উদ্দিন, দেলোয়ার হোসেন, আজাদ হোসেন টিপু, সায়েম, খোকন, ছাত্রলীগ নেতা সাইফুল আলম তুষার, নুরুল আবছার, রনি, সোহেল, রিয়াজ, আকাশ, ইমরান প্রমুখ।
সমাবেশে আবদুল জব্বার চৌধুরী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম
সারাদেশে একই সাথে সিরিজ বোমা হামলার বার্ষিকীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্েযাগে প্রতিবাদ সভা গতকাল সকাল ১১টায় নগরীর লালদীঘি চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও রাজীব চন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট সাইফুন নাহার খুশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দীপন দাশ, মুহাম্মদ নাজিম উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, সোহেল ইকবাল, কোহিনুর আকতার, মোহাম্মদ শফিক, আবু বক্কর সিদ্দিকী, শহিদুল আলম লিটন, এস.এম রাফি, নয়ন মজুমদার, প্রদীপ দাশ প্রমুখ।
প্রধান বক্তা বেদার বলেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জঙ্গিবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির অভয়ারণ্য হতে পারে না। যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘৃণা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রæদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তির কোনো কম্প্রোমাইজ হতে পারে না। ওরা দেশ জাতির চরম শত্রæ। এই হায়েনার দল বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। ওরা চরমপন্থার অন্ধকারের কীট। বিজ্ঞপ্তি