‘সিনেমার সব সংকট দূর করার চেষ্টা চলছে’

39

চলচ্চিত্র বিষয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ এবং চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য গঠন করা হয়েছে জাতীয় পরামর্শক কমিটি। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে ২৪ জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। এ কমিটিতে আছেন ঢাকাই সিনেমার সোনালি দিনের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এমপি। চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি প্রসঙ্গে মিঞা ভাই খ্যাত ফারুক বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে আমার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমাকে ফোন করেও জানানো হয়েছে যে আমি এই কমিটিতে আছি। আমি চলচ্চিত্রের মানুষ এটা আমার বড় পরিচয়। সেই পরিচয়কে সম্মান জানিয়েই হয় তো এ কমিটিতে রাখা হয়েছে আমাকে। চলচ্চিত্র ভালোবাসি আমি। চলচ্চিত্রের কথা পার্লামেন্টেও বলি। এ কমিটিতে যুক্ত হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই আরও কিছু দায়িত্ব বাড়লো। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।’
আমি নিজেই প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর, এক্সিবিউটর, অভিনেতা ছিলাম। তাই আমাদের কী কী সমস্যা আমি সব জানি। এই কমিটিতে আরও যারা আছেন তারাও সবাই অভিজ্ঞ লোক, তারাও জানেন। শিগগিরই হয়তো একসঙ্গে বসা হবে আমাদের। তবে যাই হোক না কেন ভালো পরামর্শ দেওয়া হবে। কারণ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী চান এই দেশের চলচ্চিত্র যেন আবার জেগে ওঠে। তার আগ্রহেই সিনেমার সব সংকট দূর করার চেষ্টা চলছে। আমরাও চেষ্টা করবো। চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটিতে আরও আছেন তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব, আইন ও বিচার বিভাগ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক।