সিনেমার জন্য তাহসানের মাইকিং!

46

‘আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র- যদি একদিন। যদি একদিন। যদি একদিন!’ বাংলা চলচ্চিত্রের প্রচারণার মাইকিংয়ে এমন বাক্য ব্যবহার পুরনো ঐতিহ্য। যদিও সেই ঐতিহ্যে এখন ভাটা পড়েছে। প্রচারণা এখন মাঠ আর মাইকিংয়ের চেয়ে বেশি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে মুক্তি প্রতীক্ষিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’ এর প্রচারণায় খোদ রাজধানীতেই ঘটলো মাইকিংয়ের ঘটনা। ৫ মার্চ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিক্সায় চেপে এই মাইকিংয়ের কাজটি করতে দেখা গেল ছবির নায়ক তাহসান খানকে। সঙ্গে ছিলেন নির্মাতা রাজও! বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, চারুকলার মোড়ে তাদের এভাবেই পাওয়া গেল। তিনি বলেন, ‘ফেসবুকে একটি পোল (নির্বাচন) হয়েছিল। যেখানে ৮০ ভাগ মানুষ বলেছেন আমাকে বড় পর্দায় দেখতে চান। আর ২০ ভাগ মানুষ ‘না’ বলেছেন। যারা চেয়েছেন তাদের ধন্যবাদ। আর যারা চান না, তাদেরও বলব, আপনারা ছবিটি দেখুন। আমার জন্য না হলেও, পরিচালক রাজ বা ছোট্ট শিল্পী রাইসা তার জন্য প্রেক্ষাগৃহে যান। অসাধারণ অভিনয় করেছে রাইসা। অসাধারণ একটা গল্প আছে এখানে। যে গল্পটা আমাদের সবার জীবনেই বয়ে বেড়াচ্ছে।’ বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ চলচ্চিত্রে তাহসানের বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন রাইসা, তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটি ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে।