সিআরবি-চন্দনাইশ উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠন

11

চন্দনাইশ প্রতিনিধি

ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র চন্দনাইশ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সিআরবি স্বেচ্ছাসেবী ভোক্তা ও মানবাধিকার সংগঠন ‘সেইলফ এইড ফাউন্ডেশনে’র ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প গত ২৭ নভেম্বর আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন। উপজেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও চাকরিজীবীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। ২০০৭ সাল থেকেই ‘নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার’ শিরোনামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ভোক্তা অধিকার সুরক্ষার জন্য ‘ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়ের’ দাবি বাস্তবায়নে গণ-স্বাক্ষরসহ বিভিন্ন কার্যক্রম করে আসছে সিআরবি। কার্যক্রমের ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ে উপজেলার মানুষদের জনসচেতনতা, নিরাপদ খাদ্য প্রাপ্তি ও ক্রেতা সুরক্ষা নিশ্চিত করতে সিআরবি চন্দনাইশ উপজেলা আহবায়ক কমিটি কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন শীতোষ্ণ’র প্রতিষ্ঠাতা, শিক্ষক মো. জাবের বিন রহমান আরজুকে আহবায়ক, আবু বক্করকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক কাজী হাসান উল্লাহ, যুগ্ম সচিব, সাংবাদিক শহীদুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মোঃ ইছহাক, সাংবাদিক সৈকত দাশ ইমন, রিপন বড়ুয়া, ডাঃ সুধাম কান্তি পাল, মোঃ শাহনেওয়াজ সবুজ প্রমুখ।