সিআইইউর উপাচার্যের সঙ্গে শিক্ষাবিদ হাসিনা জাকারিয়ার সাক্ষাৎ

12

 

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা। গত ৫ ফেব্রæয়ারি সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের উপাচার্যের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এই সময় চট্টগ্রামের উচ্চশিক্ষায় সিআইইউর সুদূরপ্রসারি নানা উদ্যোগের প্রশংসা করেন অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা।
পরে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর হাতে নিজের লেখা পাঁচটি বই তুলে দেন এই শিক্ষাবিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও সারাদেশে সর্বজনবিদিত। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় থাকার পাশাপাশি মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর পরিবারের সঙ্গে মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিজ্ঞপ্তি