সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফটিকছড়ি কমিটির পরিচিতি সভা

3

নাজিরহাট প্রতিনিধি

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোর শুক্রবার বিকেলে নাজিরহাট আর্দশ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র ও উত্তর জেলা সহ সভাপতি এসএম সিরাজদ্দৌল্লা। প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উত্তর জেলা সভাপতি আরফান উল্লাহ চৌধুরী আপেল।
সংগঠনের উপজেলা সভাপতি ও নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর জেলা সহ সভাপতি সিরাজদৌল্লা চৌধুরী দুলাল ও যুগ্ম সম্পাদক সাংবাদিক এমরান হোসেন ফরহাদ। উপজেলার সেক্রেটারী ফরহাদ উল্লাহ চৌধুরী ও মো. মোমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি অধ্যাপক এনএম রহমত উল্লাহ, সহ-সভাপতি গোলাম মাওলা, যুগ্ম সম্পাদক ইউপি সদস্য এম তৌহিদুল আলম ও আইন সম্পাদক এড. মো.হাসান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সালাহ উদ্দীন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মহিবুল আলম চৌধুরী, নাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন খোকন, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দীন সিদ্দিকী,  প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ওমর ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদক, কাউন্সিলর ছলিমা আকতার শিউলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আজম সিজান, ধর্মীয় সম্পাদক মাওলানা আব্দুল কাদের, সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দীন রকি, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরাফাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নাহিদ তানভীর প্রমুখ।