সাবিনাদের সফরে নিরুৎসাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

4

এপ্রিলে নারী ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের দু’টি প্রীতি ম্যাচ খেলতে মিয়ানমার যাওয়ার কথা ছিল। দুই ফেডারেশনের মধ্যে কথাবার্তাও চূড়ান্ত। বাংলাদেশ-মিয়ানমার রাজনৈতিক পরিস্থিতি খানিকটা উত্তপ্ত এবং মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তপ্ততার জন্য বাফুফে সাবিনাদের সফরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। বাফুফের সেই চিঠির উত্তর গতকাল (বৃহস্পতিবার) দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এই মুহূর্তে নারী দলকে মিয়ানমার সফরে নিরুৎসাহিত করেছে। আজ দুপুরে নারী লিগের দলবদল অনুষ্ঠানে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মিয়ানমার সফর নিয়ে বলেন, ‘আমরা এখনও এই সফর নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেইনি। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সফরে যেতে না করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’ পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত কারণেই বাংলাদেশ নারী ফুটবল দলকে মিয়ানমার সফর করতে বারণ করেছে।