সাতকানিয়ায় এম এ মোতালেব সিআইপি শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জনে সমৃদ্ধির পথে বাংলাদেশ

61

 

সাতকানিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে নানা প্রকারের গণমুখী কার্যক্রমের ফলে বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। বিশেষ করে, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে এখন সর্মদ্ধির পথে বাংলাদেশ। স্কুলে ভতির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারীশিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোলমডেল এখন বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে সরকারের জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং প্রতিবছর প্রথম দিনে কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে যা সারাবিশ্বে নজিরবিহীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসাদ্দেকুর রহমান আজাদ শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাস, কামাল উদ্দিন, মোহাম্মদ আরিফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সালেহ শান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম পারভেজ ও নির্ঝর বড়ুয়া জয়, সঞ্জিত কর, আহাদুল ইসলাম জাবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি