সাউদার্ন ইউনিভার্সিটির ইন্ডোর গেমস শুরু

3

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইন্ডোর গেমস শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে ইন্ডোর গেমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী। স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক প্রফেসর আশুতোষ নাথ এর সভাপতিত্বে এবং ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শরীফ আশরাফউজ্জামান। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফার্ম্যাসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, কম্পিউটার সাইয়েন্স বিভাগের প্রধান জমির আহমেদ, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক সাজিদ হাসান, অধ্যাপক ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার শ্যামল হালদার প্রমুখ। তিন সপ্তাহব্যাপী এ ইন্ডোর গেমসে দাবা, ক্যারম, ব্রিজ, ডার্ট, লুডুসহ বিভিন্ন ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি