‘সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে সৎ নাগরিক হতে শেখায়’

29

সংস্কৃতিক, সাংস্কৃতিক কর্মকান্ড, প্রতিযোগিতা ছোট ছেলে-মেয়েদেরকে সৎ নাগরিক হওয়ার জন্য প্রেরণা যোগায়। যে কারণে সাংস্কৃতিক কর্মকান্ড একটি সুন্দর সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। ১৪ মার্চ বিকাল ৪ টায় প্রাধান কেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তর কাট্টলী আলহ্াজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা পরিবার সন্তান মাহফুজুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। লায়ন সুজিত দাশ অপুর সভাপতিত্বে অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ড. খান মুহাম্মদ সেলিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, মুজিবুর রহমান, এম. লোকমান হাকিম, সুজিত চৌধুরী মিন্টু, সবির আহম্মদ মুক্তিযোদ্ধা সন্তান নার্গিস ফাতেমা, হানিফুল ইসলাম, শিল্পী বেবী দাশ, মজুমদার, তন্দ্রা চৌধুরী, মুনিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি